বাঙলা কলেজ ডিবেটিং সোসাইটি (বিসিডিএস) ২০২৫-২৬ সেশন অর্থাৎ আগামী ১বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির পরিচালক অধ্যাপক সায়মা ফিরোজ এই কমিটির নাম ঘোষণা করেন।
উক্ত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান সাদী এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোদাচ্ছের হোসেন জামিল,এছাড়াও সহসভাপতি: হুসাইন আহমেদ মারজান,সহ সাধারণ সম্পাদক: রাবেয়া বর্শিরী সাদী,সাংগঠনিক সম্পাদক: মো. তানভীর উদ্দিন খান,অর্থ সম্পাদক: তাসমিয়া তামিম,দপ্তর সম্পাদক: শওকত জামিল
সহ দপ্তর সম্পাদক: উম্মে হাবিবা,প্রযুক্তি ও প্রচার সম্পাদক: মো. আবু বকর সিদ্দীক।উক্ত কমিটি ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক শাহনাজ কাউসার পপি, সংগঠনের সাবেক সভাপতি জাফর ইকবাল এবং সাবেক সাধারণ সম্পাদক ইহ্তি শামুন।
এছাড়াও একই দিন অনুষ্ঠিত হয় বিসিডিএস কর্তিক আয়োজিত ৭ম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব।
অনুষ্ঠানটি সম্পাদনা: বুশরা জান্নাত বৈশাখী,কার্যনির্বাহী সদস্য: আমানুল্লাহ, ফারজানা মীম, গাজী মো.খালিকুজ্জামান, মো. সাজ্জাত হোসেন, মো. মাহমুদুল হাসান মামুন, মো. শামীম মিয়া, ইসলাম ফকির। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিতার্কিক দল। রানারআপ হয় রসায়ন বিভাগের দল।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি শাহদাত হোসেন এবং বিসিডিএসের সাধারণ সম্পাদক ইহ্তি শামুন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাফর ইকবাল।
সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও সনদপত্র তুলে দেন বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. কামরুল হাসান। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও প্রায় শতাধিক বিতার্কিক অংশগ্রহণ করেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল বাঙলা কলেজ শাখার আহ্বায়ক মোখলেছুর রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি একেএম মুক্তাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান ফরহাদ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।