বাগেরহাটে সিম কোম্পানির কর্মীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩


বাগেরহাটে মোবাইল অপারেটর রবি কোম্পানির সিম বিক্রয় কর্মীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারকৃত দুইজনসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নির্যাতিত ওই নারী। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সিএনবি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের করোরী গ্রামের পরিতোষ দাসের ছেলে সজীব দাশ (১৯) ও কিংকর দাসের ছেলে লিখন দাস (২০)।
অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার ওই নারী রবি কোম্পানির সিম বিক্রি করেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় একজন লোক সিম ক্রয়ের কথা বলে ওই নারীকে সিএনবি বাজার আসতে বলে। রাত ৮টার দিকে তিনি সিএনবি বাজারে আসেন, তবে বাজারে সিম ক্রয়ের জন্য কেউ না আসায় কিছুক্ষণ পর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। এসময় সিএনবি বাজার পার হয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের পাকা ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে এক যুবক তার মুখ চেপে ধরে ব্রিজের নিচে নিয়ে যায়। ভয়ভীতি দেখিয়ে তিনজন মিলে ধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। পরে ওই নারীর শনাক্ত মতে এই দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে ফোনে করে সিম ক্রয়ের কথা বলে ডেকে আনা ব্যক্তিকে এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, ওই নারীর শনাক্ত মতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতিতা নারী পুলিশ হেফাজতে রয়েছেন। এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন