সরকারি বাঙলা কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শনিবার (১৫ মার্চ) এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শহীদ সাগর ও শহীদ রাব্বির আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানটি কলেজ ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পবিত্র রমজানের এই পবিত্র সময়ে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক কমিটির সদস্যরা জানান, ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে তাঁরা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিডিএল রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপারের চেয়ারম্যান আ. রহিম বিশ্বাস, যিনি তাঁর বক্তব্যে ছাত্রদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “শহীদ সাগর ও শহীদ রাব্বি আমাদের জন্য অনুপ্রেরণা। তাঁদের স্মরণে এই আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
• বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মূখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী।
• কোটা সংস্কার আন্দোলন (১৮), শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক নজরুল ইসলাম।
• বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফারহান সরকার দিনার।
• জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য জায়েদ বিন নাসের।
• বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি।
এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার সদস্য সচিব আব্দুল আহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার আহ্বায়ক এম এ মুত্তাকী বিশ্বাস, এবং সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি বাঙলা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জাহেদ হাসান ফরহাদ।
সবশেষে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, তাঁরা ভবিষ্যতেও এমন আয়োজন চালিয়ে যাবেন এবং শিক্ষার্থীদের ন্যায়বিচারের দাবিতে সোচ্চার রাখবেন। ইফতারের পরপরই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের জন্য কাজ করছে। তাদের এই আয়োজন সকলের মাঝে একতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।
বিষয়ঃ
ইফতার ও দোয়া মাহফিল
ঢাকা
বাংলাদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
রাজধানী
শহীদ রাব্বি
শহীদ সাগর
সরকারি বাঙলা কলেজ