ভোলার ডুবোচরে আটকে পড়া বাল্কহেডের ৩০০ যাত্রী উদ্ধার


৩০০ যাত্রী উদ্ধার ভোলার ডুবোচরে আটকে পড়া বাল্কহেডের।
যাত্রীদের উদ্ধার করেছে কোস্টগার্ড লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশাগামী যাত্রীবাহী একটি বাল্কহেড ডুবোচরে আটকে যাওয়ার পর। আজ রোববার গণমাধ্যমকে এ তথ্য জানান কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, একটি ডুবোচরে আটকে যায় বাল্কহেড 'এমবি জাকারিয়া জিহাদ-১' ৩০০ যাত্রীসহ গতকাল শনিবার রাতে ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটের কাছে। 

তখন কোস্টগার্ডকে বিষয়টি জানায় বাল্কহেডের এক যাত্রী মোবাইল ফোনের মাধ্যমে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোস্টগার্ডের ৫ সদস্যের একটি দল।
উদ্ধারকারী দলটি যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে ইলিশা লঞ্চঘাটে স্থানান্তর করে কোস্টগার্ড জানায়।

সিয়াম-উল-হক কোস্টগার্ড কর্মকর্তা বলেন, যাত্রী পরিবহনের অনুমোদন ও ফিটনেস সার্টিফিকেট ছিল না বাল্কহেডটির। তবুও তারা ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন করে।'
তিনি জানান, বাল্কহেডটিকে আটক করা হয়েছে ৩ ক্রুসহ। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন