![]() |
প্রতীকী - ছবি |
উপজেলার বালিপাড়া গ্রামে শুক্রবার রাতে ছাত্রলীগ নেতা আরিফ ও হাফিজুলের নেতৃত্বে পরিকল্পিতভাবে ১০-১২ জন হামলা করেন বালিপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের তিন কর্মী রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম ও সাইফুল ইসলামের ওপর।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত তিনজনকে ভর্তি করা হয়।জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ হামলার পর রাতেই মিছিল করেন বালিপাড়া বাজারে ছাত্রলীগের বিরুদ্ধে।
আগের দিনের ঘটনার জেরে শনিবার সকালে উপজেলা জামায়াতের আমির আলী হোসেন ও সেক্রেটারি রাতুল পঞ্চায়েতের নেতৃত্বে বালিপাড়া বাজারে মিছিল বের হয়,স্থানীয় সূত্রে জানা যায়। হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবি জানানো হয় মিছিল থেকে।
ছাত্রশিবিরের কয়েকজন কর্মী স্থানীয় বিএনপি কর্মী রাকিবুল ইসলাম ও আবদুল্লাহর ওপর হামলা চালান মিছিল শেষে। এ খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন বালিপাড়া বাজারে। পরে তাদের শান্ত করেন পুলিশ ও উপজেলা বিএনপির নেতারা গিয়ে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা জামায়াত ও বিএনপির নেতারা।
উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলমগীর কবির এ বিষয়ে বলেন,দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে উভয় দল এ হামলার বিষয়ে আলোচনা করে।
নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় বালিপাড়া ইউনিয়নের তিন শিবির কর্মী আহত হয়েছেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন বলেন,। ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল হয় এ ঘটনায়। মিছিল শেষে ছাত্রশিবিরের কথা কাটাকাটি হয় বালিপাড়া বাজারে হামলার ঘটনায় জড়িতদের সঙ্গে। তারা তাদের কর্মী বিএনপি দাবি করেছে। দুই দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এ বিষেয়। ব্যবস্থা নেওয়া হবে আলোচানা করে। আর মামলার প্রস্তুতি চলছে হামলাকারী ছাত্রলীগের বিরুদ্ধে।
ইন্দুরকানী থানার পরিদর্শক মো. মারুফ হোসেন জানান, গ্রেপ্তারের চেষ্টা চলছে ছাত্রশিবিরের ওপর হামলাকারীদের। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি এ বিষয়ে।