ইজতেমা থেকে ফেরা ভারতীয় যুবককে পশ্চিমবঙ্গে ট্রেনে মারধর

ভারতের পশ্চিমবঙ্গে ১০ থেকে ১২ জন উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী এক ভারতীয় যুবককে গেদে থেকে শিয়ালদহগামী ট্রেনে মারধর করেছে। সংবাদমাধ্যম দ্য অবজারভারপোস্ট জানিয়েছে, রেজাউল ইসলাম মন্ডল নামে ওই যুবক বাংলাদেশে ইজতেমায় যোগ দিয়েছিলেন তার চার সঙ্গীকে নিয়ে। এরপর মারধরের শিকার হন তিনি নিজ দেশে ফেরার পর। তার দাড়ি ধরে টান দেওয়া এবং ট্রেন থেকে ফেলে দেওয়ারও হুমকি দেয় ওই দুস্কৃতিকারীরা। এছাড়া তারা তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে গালাগাল করে।

ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয়ের এম.টেকের শিক্ষার্থী রেজাউল।ট্রেনের এক যাত্রী লাগেজ ট্র্যাক থেকে তার ট্রলি ব্যাগ সরাতে বলে তিনি জানিয়েছেন। কোনো কথা না বলে তিনি সেটি সরান। এরপর তাকে তার আসন থেকে তুলে দেওয়ার চেষ্টা করে উগ্র হিন্দুবাদীরা। তখন প্রতিবাদ করার পর ‘ বাংলাদেশি ’ অভিহিত করে শুরু হয় তাদের নির্যাতন তাকে ।

যদিও তিনি ভারতীয় নাগরিক দুস্কৃতিকারীদের তিনি বলতে থাকেন। তা সত্ত্বেও তাকে মারধর করা হয় দীর্ঘ এক ঘণ্টা। এছাড়া তার টুপি খুলে ফেলে,তার দাঁড়ি ধরে টানাটানি করে ওই সন্ত্রাসীরা।

তখন তার বন্ধু সাজিদ মির্জা তাকে বাঁচানোর চেষ্টা করেন। ওই সময় ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় ওই উগ্রবাদীরা সাজিদকেও। তিনি বলেন, “তারা অভিযোগ করে আমরা দেশকে ধ্বংস করার চেষ্টা করছি, আমরা অশিক্ষিত সন্ত্রাসী।”

এ ঘটনার পর রেজাউল হরিপাল থানায় যান চিকিৎসা নিয়ে। কিন্তু পুলিশ সেখানে তার অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে বুধবার (৫ ফেব্রুয়ারি) শিয়ালদহ সরকারি রেলওয়ে পুলিশের দারস্থ হন তিনি। তার অভিযোগ আমলে নেওয়া হয় সেখানে। তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ অভিযোগ পেয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন