দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার

দেশকে উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা করলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এক বিবৃতিতে এ কথা বলা হয় প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে।

বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগের সঙ্গে অন্তর্বর্তী সরকার লক্ষ্য করছে যে সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী। সরকার প্রতিহত করবে এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে। 

এতে আরও বলা হয়, নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত অন্তর্বর্তী সরকার। কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন