বরিশালে গুঁড়িয়ে দেওয়া হলো আমু ও হাসানাত আব্দুল্লাহর বাড়ি


বরিশালে এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক চীফ হুইপ হাসানাত আব্দুল্লাহর বাড়ি।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে প্রথমে নগরের কালী বাড়ি রোডে থাকা আবুল হাসানাত আব্দুল্লাহর বাড়ির গেট ভেঙে ঢুকে পড়েন উত্তেজিত জনতা ভেতরে। সেনা সদস‍্যদের বাধা উপেক্ষা করে পরে এক্সকেভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

হামলার আশঙ্কা থেকে এর আগে কে বাড়িটি ঘিরে রেখেছিল সেনা সদস‍্যরা। রাজধানী ঢাকায় ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসভবনে সন্ধ‍্যায় ভাঙচুর শুরু হওয়ার পর রাত ১১টার দিকে হাসনাত আব্দুল্লাহর বাড়ির সামনে গিয়ে সেনা সদস‍্যদের একটি দল অবস্থান নেয়।

রাত পৌনে ১২টার নাগাদ সেখানে গিয়ে সেনা ব্যারিকেড ভেঙে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে কয়েকশ মানুষ। পরে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয় এক্সকেভেটর এনে।

এরপর ভাঙচুর করা হয় এক্সকেভেটর নিয়ে নগরের বগুড়া রোডে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুর বাড়িতে গিয়ে। সেখানেও এক্সকেভেটর দিয়ে ভেঙে দেয় পুরো বাড়ির কাঠামো বিক্ষুব্ধরা।

বরিশালে এই দুটি বাড়িতে প্রথম দফায় হামলা, ভাঙচুরের ও আগুন দেওয়া হয়েছিল গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর। গুঁড়িয়ে দেওয়া হলো এবার বাড়ি দুটো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন