![]() |
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত |
গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন মোদির যুক্তরাষ্ট্র সফর নিয়ে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে।
প্রশ্ন করা হয়েছিল ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ আসতে পারি কিনা ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠকে। বিক্রম মিশ্রি জবাবে বলেন, ‘আমি এ মুহূর্তে কিছু বলতে পারি না আগে থেকে। তবে সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আঞ্চলিক ও আন্তর্জাতিক। আমার ধারণা, আলোচনায় আসতে পারে যেসব বিষয়, সেগুলোর অন্যতম এটি একটি হলো।’
ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওপর হুমকি আসতে পারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো না হলে বলে যে কথা উঠেছে, সে বিষয়ে বিক্রম মিশ্রি প্রশ্নের জবাবে বলেন, ‘কূটনৈতিক স্থাপনার নিরাপত্তার দায়িত্ব যে দেশে, সেটা থাকে সেই দেশের। বাংলাদেশি কর্তৃপক্ষ তাদের দায়িত্ব সম্পর্কে অবগত, আমার কোনো সন্দেহ নেই।’
দেশটির সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র সচিবের কাছে তুলে ধরেন ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে বাড়িঘরে আগুন দেওয়ার বিষয়টিও। বিক্রম মিশ্রি এ বিষয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনক’ ভারত গতকাল একটি বিবৃতি দিয়েছে এ ঘটনা নিয়ে।