হজ্জে শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব


প্রতি বছর হজ্জে পালনের উদ্দেশে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যান। শিশু সঙ্গীরাও সঙ্গে যেতে পারতো। তবে কোনো শিশুকে সঙ্গী হিসেবে নিতে পারবেন না হাজীরা ২০২৫ সাল থেকে আর। এমন তথ্যই জানানো হয়েছে দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে।

মন্ত্রণালয় জানায়, শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে মূলত অতিরিক্ত ভীড়ের ফলে। তাদের বেশি প্রধান্য দেয়া হবেও যারা এর আগে হজ পালন করেননি জানানো হয়েছে।

নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ্জ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য।নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন