ইরানের সঙ্গে যৌথ নৌমহড়ার অংশ নিচ্ছে রাশিয়া। - ছবিঃ সংগৃহীত |
যুদ্ধের ঘণ্টা বেজেছে ইরান। চিরশত্রু ইসরাইল মুখোমুখি লড়াই চালিয়ে যাচ্ছে। তবে তেলআবিব যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে। প্রতিশোধমূলক এ হামলার আশঙ্কার মধ্যেই এবার সাগরে নিজেদের শক্তি প্রদর্শন শুরু করল ইরান।
তেহরান ইতিমধ্যে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখিয়েছে। এবার সাগরে শক্তি প্রদর্শন করে তেল আবিবকে সতর্কবার্তা পাঠাবে বলে আশা করছে ইরান।
এই সংকটময় মুহূর্তে ইরানকে সমর্থন করছে রাশিয়া। যুদ্ধজাহাজ নিয়ে এই নৌ মহড়ায় অংশ নেয় মস্কো। শনিবার ভারত মহাসাগরে শুরু হওয়া এই মহড়ায় রাশিয়ার পাশাপাশি ওমানও অংশ নেয়। এছাড়াও নয়টি দেশ পর্যবেক্ষক হিসেবে কাজ করে। এ তালিকায় এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের নামও রয়েছে।
নৌ মহড়ার নামকরণ করা হয়েছে আইম্যাক্স-২০২৪। ইরানের রাষ্ট্র-চালিত প্রেস টেলিভিশন ঘোষণা করেছে যে এই মহড়ার উদ্দেশ্য হল এই অঞ্চলে সম্মিলিত নিরাপত্তা, বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করা এবং শান্তি, বন্ধুত্ব এবং সমুদ্র নিরাপত্তা বজায় রাখার জন্য সদিচ্ছা ও ক্ষমতা প্রদর্শন করা।
এই মহড়া এমন এক সময়ে হচ্ছে যখন পুরো মধ্যপ্রাচ্য আগুনে পুড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, ইরানও রাশিয়া ও চীনের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করছে।
সূত্রঃ রয়টার্স