নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ গ্রেপ্তার

নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ। - ছবি সংগৃহীত


নির্বাচন কমিশনের ( ইসি )  সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর খুলশী তুলাতুলী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হেলালুদ্দীন আহমদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হেলালুদ্দীন আহমদ ২০২২ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের পদ থেকে পদত্যাগ করেন। এর আগে তিনি ইসি সচিব ছিলেন। সর্বশেষ তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ছিলেন।

গত ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামের আদালতে ইকরাম আল করিম নামে এক মুক্তিযোদ্ধার অভিযোগে স্বতন্ত্র নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান হেলালুদ্দীন আহমেদ, নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার কে এম নূরুল হাদী ও কাজী হাবিব আল আউয়ালের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংসদ সদস্যরা অংশ নেন। গত তিনটি সাধারণ নির্বাচনে চট্টগ্রামে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন