কামরান সরোয়ারদী|ছবি:সংগৃহীত |
বারইয়ারহাট পৌরসভা রাজনীতিতে একটি ভদ্র চরিত্রের নাম কামরান সরোয়ারদী। একজন নম্র ভদ্র নিরহংকার রাজনীতিবিদ এবং কর্মীবান্ধব নেতা।নেতাকর্মীদের আপন করে নেওয়ার এক বিশাল ক্ষমতার অধিকারী।
দলের প্রতি আনুগত্য প্রকাশে নিজের সামর্থ্যের সবটুকু বিলিয়ে দিতে পিছপা না হওয়া একটি মানুষ।
নম্র ভদ্র বিনয়ী শিক্ষিত মার্জিত রাজনীতিবিদ, যার ভিতর আছে দূরদর্শিতা, নিয়মানুবর্তিতা, ইচ্ছাশক্তি, সেবাপরায়ণতা,এবং বিবেক।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জনাব তারেক রহমানের সেরা আবিষ্কার, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১ মিরসরাই সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী,মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণমানুষের নন্দিত জননেতা জনাব নুরুল আমিন চেয়ারম্যানের বিশ্বস্ত হাতিয়ার,বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক,কামরান সরোয়ারদী।